কাউখালীতে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪

কাউখালীতে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউখালীতে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কাউখালীতে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


পিরোজপুর প্রতিনিধি:

কাউখালী থানা পুলিশের আয়োজনে,মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলার চিড়াপাড়া টেম্পু স্টানে বুধবার বিকালে (৩১জানুয়ারী) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 


জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।


চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি শাহাদাত হোসেন বাবু,কাউখালী থানার এস,আই জয়ন্ত কুমার, এস,আই আবুল কালাম প্রমুখ।


সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here