চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সদরপুরে চিকিৎসকদের মানববন্ধন |
কবির হোসাইন, সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের মৌন প্রতিবাদ ও মানব বন্ধন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সালের সভাপতিত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডাঃ আফরোজা খান লুবনা, ডাঃ দেব্রত রায়, ডাঃ মোঃ আজিজুর রহমান, ডাঃ প্রিয়াংকা বিশ্বাস, ডাক্তার রেজিনা সুলতানা, ডাঃ সুলতানা আক্তার, ডাঃ খন্দকার মাহমুদ-উল-হাসান, ডাঃ শহিদুজ্জামান, ডাঃ সুমাইয়া আক্তার সুমা, ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ শ্যাম সুন্দর সাহা, ডাক্তার মাইদুল ইসলাম, ডাঃ আফরোজা সুলতানা, ডাঃ সিলভিয়া সুলতানা, ডাঃ জুয়েলিয়া জাহান আঁচল, ডাঃ সৌরভ চক্রবর্তী, ডাঃ সামিনা তাসনিম জেরিন, ডাঃ তৃণা ভট্রাচার্য্য প্রমুখ। এ ছাড়াও মানব বন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
প্রসঙ্গ, গত ১৯শে জানুয়ারী দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে । হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।
ছবি সংযুক্তঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা হাসপাতাল চত্ত্বরে মৌন প্রতিবাদ ও মানববন্ধন।