চারঘাটে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের বকনা বাছুর বিতরণ
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে রাজশাহীর চারঘাট উপজেলার ১৬জন জেলেকে বকনা বাছুর বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর।
সোমাবর দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা ইউএনও সাইদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, কৃষিবিদ লুৎফুন নাহার এবং প্রানী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।
ওই সময় বক্তারা বলেন, উপজেলা নদীতীরবর্তী এলাকার জেলেদের মাঝে প্রতিটি ৩০ হাজার টাকা মূল্যে ১৬টি বকনা বাছুর দেয়া হয়েছে, যা বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার। বর্তমান সরকার অসহায় জেলেদের কথা চিন্তা করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই বাচ্চা গরু গুলো সঠিকভাবে লালন করে নিজেদের স্ব্নির্ভর করার লক্ষে এই প্রকল্প আয়োজন করা হয়েছে।