সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০১, ২০২৪

সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত 


শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক  বিদ্যালয়ে বই উৎসব -২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১জানুয়ারি) সকাল ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। 


সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনিছুর রহমান বালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর আলম মিয়া, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আক্কাস আলী, ওবায়দুর রহমান, আলমগীর মিয়া, আঞ্জুমান আরা মেরী, সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অভিভাবকবৃন্দসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই উৎসবে অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া।



Post Top Ad

Responsive Ads Here