![]() |
কাশিয়ানী আইএইচটি'র নতুন অধ্যক্ষ আলফাডাঙ্গার ডা. সুমন রায় |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ডা. সুমন রায়।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। ডা. সুমন রায় ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা।
এরআগে তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন এ কর্মস্থলে পদায়ন করা হয়।
এদিকে ডা. সুমন রায় নতুন কর্মস্থলে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু। রোববার দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি। পরে ডা. সুমন রায়ের নতুন কর্মস্থলে যোগদানকে স্বাগত জানিয়ে কেক কাটেন পৌর মেয়র।
এসময় ডা. সুমন রায় উপস্থিত সকলের নিকট প্রতিষ্ঠানটিকে ঘিরে তার নানা কর্মপরিকল্পনার কথা উপস্থাপন করেন।
জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, 'ডা. সুমন রায় আমার বাল্যবন্ধু। একটি বৃহৎ প্রতিষ্ঠান প্রধানের তার এই দায়িত্ব পাওয়া বিষয়টি সত্যিই গর্বের বিষয়।'