সদরপুরে ইটের সোলিং-এ উন্নীত করণে কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করলেন এমপি নিক্সন চৌধুরী |
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সদরপুরে কাঁচা মাটির রাস্তা ইটের সোলিং-এ উন্নীত করার জন্য দীর্ঘ ৬ কিমি কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী ( নিক্সন)।
আজ শনিবার সকাল ৭টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসার মোল্যার বাড়ি হতে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রাম, সোনাদিয়া হয়ে যদুক দিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় ৬ কিমি কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করেন তিনি।
এলাকাবাসীরা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ বিভিন্ন দিকে যায়। বৃষ্টির দিনে আমাদের কষ্ট হয়। আবার রাস্তা সরু হওয়ায় গাড়ি চলাচল করতে বাঁধার সম্মুখীন হয়। এমপির কাছে কাঁচা রাস্তা পাকা করার দাবী ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি পালনে তিনি আমাদের এই কাঁচা রাস্তা পরিদর্শন করে গেলেন।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ (বাচ্চু), সাবেক মেম্বর ওসমান মাতুব্বর, হারুন রশীদ মোল্যা, মঞ্জুয়ারা বেগম, সাজাহান মাতুব্বর, শাহিন মাতুব্বর, আক্কাস মাতুব্বর, ইয়াকুব মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিক্সন সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।