সালথায় ওরশের মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করল প্রশাসন |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙ্গিনায় মদন হাজীর ওরশকে কেন্দ্র করে শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী চলা মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ উঠে। এছাড়া মাদক এবং জুয়ার আসর বসারও অভিযোগ করে স্থানীয়রা।
পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেন।
মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সালথার খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, মেলা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ওরশের অনুমতি চেয়ে আবেদন করার একটি কপি আমাদের দেখালেও মেলার অনুমোদন নেই মর্মে দেখা যায়। তাই ওরশ চলছে। কিন্তু, মেলা বন্ধ করা হয়েছে।