সদরপুর উপজেলা প্রশাসনের সাধারণ সভা অনুষ্ঠিত |
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা, মাদকসহ বিভিন্ন বিষয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসন ( ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এর নবনির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী (নিক্সন) ।
তিনি নির্বাচন উত্তর এই আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কঠোর নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ ছাড়াও তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে করণীয়, মাদকদ্রব্য বিক্রয় ও তার ব্যবহার নিয়ন্ত্রণ করা, পারিবারিক সহিংসতা রোধ, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, কিশোরগ্যাং-এর তৎপরতা নির্মূল করা সহ বিভিন্ন বিষয়ে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ প্রদান করেন।
শনিবার ৩ ফেব্রুয়ারি সদরপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।