সঞ্জিব দাস, ফরিদপুর :
মেডিকেল কলেজগুলোয় আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে আগামী ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সকল কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের এই পরীক্ষাকে কেন্দ্র করে জেলা জুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানা গেছে। একই সাথে জেলা প্রশাসনের নির্দেশনা অনুয়ারি আগামী শুক্রবার পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ফোন বহন করতে পারে না পারবে না বলেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।