ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত |
শরিফুল হাসান,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে হাউজিং এস্টেটে অবস্থিত শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ফ্রেরুয়ারী) সকাল ১০ টায় কলেজ চত্ত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের দাতা সদস্য সোহানুর রহমান সোহান গাজীর অর্থায়নে কলেজ চত্তরে নির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করা হয়।
অত্র কলেজের অধ্যক্ষ শেখ ফজলুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের পৃষ্ঠপোষক গভনিংবডির সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ, ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ফরিদপুর হাউজিং এস্টেট কল্যান সমিতির সভাপতি ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের সদস্য সচিব ডা: এম এ জলিল, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( অব:) সুব্রত কুমার মিত্র, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মো: ইদ্রিস আলী মোল্লা, কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা প্রমূখ।