স্কুলে যাওয়া হলো না মোছাঃ আরমিন নামে এক স্কুল ছাত্রীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২০, ২০২৪

স্কুলে যাওয়া হলো না মোছাঃ আরমিন নামে এক স্কুল ছাত্রীর

স্কুলে যাওয়া হলো না মোছাঃ আরমিন নামে এক স্কুল ছাত্রীর
স্কুলে যাওয়া হলো না মোছাঃ আরমিন নামে এক স্কুল ছাত্রীর


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে ভ্যান থেকে পড়ে মোছাঃ আরমিন (০৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই ভ্যানযোগে স্কুলে যাচ্ছিল। সোমবার ২০ ফেব্রুয়ারি উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরমিন সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে।


জানা যায়, প্রতিদিনে ন্যায় এদিনও পড়াশোনার জন্য আরমিন ভ্যানযোগে তার অধ্যয়নরত স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে পৌঁছলে ভ্যানচালক ওই স্কুলে মুখে হঠাৎ টার্নিং নেয়। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল সজরে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে বসে থাকা স্কুল ছাত্রী পড়ে যায়। এর ফলে আরমিন মাথায় গুরুত্বর আঘাত পায়। স্থানীয়রা আরমিনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর বাবা ইউসুফ অসুস্থ হয়ে যায়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। 




Post Top Ad

Responsive Ads Here