রেলওয়ের গুদাম থেকে লোহা চুরি,খালাসী সাময়িক বরখাস্ত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের গুদাম থেকে পুরাতন লোহা চুরির ঘটনায় সংকেত অফিসের সুমন সরদার নামের এক খালাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের এসএসএই মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উদ্ধারকৃত ১০০ কেজি লোহা জব্দ দেখানো হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে সংকেত অফিসের পাশে সুইচ কেবিনের গুদাম থেকে সংকেত অফিসের খালাসী সুমন সরদার রেলওয়ের বেশ কিছু মালামাল (লোহা) চুরি করে।
সোমবার সন্ধ্যায় সে সব লোহা বস্তায় ভরে ভ্যান যোগে পৌর শহরের মালগুদাম মসজিদের পাশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত মালগুদাম বিট সিপাহী মেহেদী হাসনাত মুন্না তার গতিবিদি সন্দেহ জনক দেখে বস্তা ও ব্যাগ তল্লাশী করতে চাইলে সুমন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ১০০কেজি মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর-এ নবী জানান, মালামাল উদ্ধারের পর তদন্ত পূর্বক অভিযুক্ত খালাসী সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভাগীয় মামলা করা হয়েছে। সেই সাথে তদন্ত প্রতিবেদনও পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের (এসএসএই) সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মনোয়ার হোসেন জানান, তার সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর হয়েছে।