সালথার গট্টি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাকির হোসেন চাঁন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা মোশারফ হোসেন তালুকদার, আবু সায়েম মিয়া, দেবাশীষ মজুমদার নয়ন, বাকি বিল্লাহ প্রমূখ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান।