কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ০৭, ২০২৪

কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বুধবার দুপুরে (৭ ফেব্রুয়ারি)ভ্রাম্যমান আদালতের অভিযান। 


কাউখালী উপজেলা সদর ইউনিয়নের মানিক মিয়া কিন্ডার গার্ডেন সংলগ্ন সিদ্দিকিয়া ডেন্টাল ও প্যারামেডিকেল প্রতিষ্ঠানের মালিক সাইফুল্লাহ সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানের  লাইসেন্স সহ বৈধ কোন কাগজপত্র না থাকার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক আহমেদ সৌরভ, ডাক্তার মাসুম বিল্লাহ, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন সহ পুলিশের একটি টিম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোন ব্যক্তি  ব্যবসা করতে পারবে না। যারা অবৈধভাবে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।


Post Top Ad

Responsive Ads Here