কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পালের গণসংযোগ |
পিরোজপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ চালিয়ে যাচ্ছে কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সম্পাদক বিশ্বজিৎ পাল।
আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পাল উপজেলার বিভিন্ন হাটে বাজারে, গ্রাম গঞ্জে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ে সহ কুশল বিনিময় করছে। এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মুরুব্বিদের দোয়া নিচ্ছে।
বিশ্বজিৎ পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট কাউখালী গড়ার প্রত্যয়ে আমি কাউখালী বাসীর দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হলে সরজমিনে গিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন সমস্যাগুলো আগে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি ভোটারদের কাছে বলেন, আমি নির্বাচিত হলে কাউখালী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।