কুষ্টিয়ায় নিঁখোজ যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৪

কুষ্টিয়ায় নিঁখোজ যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার

 

কুষ্টিয়ায় নিঁখোজ যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় নিঁখোজ যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার

 মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় মিলন হোসেন (২৪) নামে এক যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং শনিবার সকালে  হরিপুর এলাকার বালির চর থেকে পুলিশ টুকরা করা মরদেহ উদ্ধার করে। 


এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার মানবিক (ওসি) সোহেল রানা এবং তিনি বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজীবের স্বীকারোক্তিতে , কুষ্টিয়া জেলা পুলিশের রাতভর অভিযানের পর হরিপুর পদ্মার চড় থেকে মিলন নামের এক যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার সহ ৪ জন খুনিকে আটক করা হয়েছে ।


 নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি আউট সোর্সিংয়ের কাজ করত। গত ১০ মাস আগে তিনি বিয়ে করেছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং ঈদগাহের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন।


 নিহতের পরিবারের সদস্যরা বলছেন, কী কারণে মিলনকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। সকালে শুনতে পারি, মিলনের ৭ টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।সকল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 


মিলনের স্ত্রী মিমি খাতুন প্রতিনিধি’কে বলেন, হাউজিং এলাকার সজল মিলনকে কল করে ডাকে। তার সঙ্গে দেখা করে বাসায় এসে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আবার বের হয়ে যায়। পরে সে নিখোঁজ ছিল। ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় জিডি করি। পরেরদিন দুপুর পর্যন্ত আমার স্বামীর মোবাইল নম্বর খোলা ছিল। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিলে আমার স্বামীকে জীবিত উদ্ধার করতে পারতো। আজ সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের লক্ষণ বলেন, মিলনকে ৭ টুকরো করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে এনেছি। 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রতিনিধি’কে বলেন, টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। নিশৃংস্য ঘটনাটি  দ্রুত তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।



Post Top Ad

Responsive Ads Here