বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৪

বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম
বিপিএম পদক পেলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেয়েছেন জয়পুরহাটের মানবিক পুলিশ সুপার নামে পরিচিত  মোহাম্মদ নূরে আলম । 


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নূরে আলমের হাতে পুরস্কার ও পদক তুলে দেন।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।


জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। জয়পুরহাট জেলা পুলিশ মামলা তদন্তের পর আদালতে প্রেরিত পুলিশ রিপোর্টের উপর কোর্টের সাজা প্রদানের শতকরা হার ৬৭ দশমিক ৬৮ ভাগ। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়াও ওয়ারেন্ট তামিলসহ তিন ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে।


পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যম কর্মীদের বলেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ বিপিএম-সেবা পদক প্রাপ্তি আমার ধারাবাহিক সাফল্যের ফসল। কাজের স্বীকৃতি পেলে ভালো লাগার পাশাপাশি দায়িত্ব ও বেড়ে যায়। ধারাবাহিক ভাবে সারা বাংলাদেশে জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করে জেলা পুলিশ। 


এ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে 'গ' ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে। এজন্যও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক ও পুরস্কার পাওয়াই জেলার প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর জয়পুরহাটের সভাপতি সাঃসম্পাদকসহ সকল সাংবাদিক ও সদস্য বৃন্দারা (বিপিএম) পদকপ্রাপ্ত জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম"কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here