আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা চেয়ারম্যানের সহায়তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ০৭, ২০২৪

আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা চেয়ারম্যানের সহায়তা

আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা চেয়ারম্যানের সহায়তা
আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা চেয়ারম্যানের সহায়তা 


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু। 


বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের দীঘিরপাড়ের আমজাদ ও তার ভাই দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন, ব্যক্তিগত তহবিল থেকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৫টি কম্বল প্রদান করেন। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি নূর-এ মদিনা, স্থানিয় ইউপি সদস্য লুৎফর রহমান নান্দু, সাবেক ইউপি সদস্য মারুফ-উল হাসান খান শিপলু, বিকাশ কুমার, আসাদুল ইসলাম, মোমিন খান ও রিপন প্রমূখ। 


উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, তাঁরা যেন ঘর নির্মাণ করে পুনরায় বসবাস করতে পারেন এজন্য ঢেউটিন ও সমাজসেবা অফিস থেকে আরো কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করার জন্য আশ্বাস প্রদান করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here