আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৪

আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।


এসময় বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান মৃধা রুকু, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।


Post Top Ad

Responsive Ads Here