রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৩, ২০২৪

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙ্গামাটি জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মোহাম্মদ শাহ ইমরান মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।


অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সভা শেষে রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন থানার মুলতবী গ্রেফতারি পরোয়ানা তামিল, ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তিগত সহায়তা এবং সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি এপ্রিল/২০২৪ মাসে ৪৪টি হারানো মোবাইল উদ্ধারসহ বিবিধ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানা এর নিকট অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। 


অপরাধ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here