সালথায় চেয়ারম্যান ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান মুকুল ও মোরশেদা |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ। বেসরকারিভাবে ইতোমধ্যে ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি।
সালথা উপজেলায় মোট কেন্দ্র ৫০টি, মোট ভোটার ১ লক্ষ ৪২ হাজার ১শ ৪৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ ৪৪ ও মহিলা ভোটার ৬৭ হাজার ৭শ ৪ জন।
সকল কেন্দ্রের ফলাফল শেষে জানা যায়, এ উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন ।
চেয়ারম্যান পদে ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৭৪৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৪২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আছাদ মাতুব্বর চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২০৫১ ভোট।
এছাড়া আমিন খন্দকার উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩০৪ ভোট, মোঃ ওয়াজেদ সেক মাইক প্রতীকে ৭৭৫ ভোট, মোঃ বাদল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩৬৯ ভোট
মোঃ মোশাররফ হোসেন বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা খানম ফুটবল প্রতীক নিয়ে ১৫৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ শিরি বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২৫৫৩ ভোট। এছাড়াও ফারজানা ইয়াসমিন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৯১ ভোট, সোহেলী বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮৩৩ ভোট।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।