প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় |
পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ২০২৩/২৪ টুর্নামেন্টেরে ফাইনালে কাউখালী কে,জি ইউনিয়ন সরকারি স্কুল, পিরোজপুর।
২৫মে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে ০২ উইকেটে চাঁদপুর গনি মডেল স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠেছে কাউখালীর সরকারি কে,জি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়। সেমিফাইনাল খেলায় চাঁদপুর গনী মডেল হাই স্কুল ৯৮/১০। কাউখালী কে,জি ইউনিয়ন সরকারি স্কুল পিরোজপুর ১০০/০৮।
সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন সরকারি কে,জি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের জায়েদ বিন আলিফ।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের টিমের কোচ দীপক দাস বলেন, আমাদের তৃণমূল পর্যায়ের মফস্বলের স্কুল থেকে জাতীয় পর্যায়ে ফাইনালে উত্তীর্ণ হয়া এটা আমাদের সকল খেলোয়ারদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল।
আগামী ২৭মে সোমবার সকাল ৯ টায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।