আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের বিশ্ব পরিবেশ দিবস পালিত |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
‘করবো ভূমি পুনরুদ্ধার,হবে রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে আমতলী পৌরসভা চত্ত¡রে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এনএসএস (নজরুলস্মৃতি সংসদ) ও ওয়ার্ল্ড ভিশন আমতলীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় আমতলী পৌরসভা চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আমতলীর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ফকির, সাংবাদিক জাকির হোসেন, কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, সেলিম রেজা টিটু, মো. মুছা মোল্লা, মেয়াজ্জেম হোসেন ফরহাদ, ইসরাত জাহান লাভলী ও এনএসএর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ।
সভা শেষে পৌরসভা চত্বরে মেয়রের নেতৃত্বে দুটি ফলের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।