কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

মঙ্গলবার, জুন ০৪, ২০২৪

কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ

কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ
কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ৪ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শালুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরাজুরী ইউনিয়নের আটটি গ্রুপে পাঁচজন করে মোট ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। 


জাল বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। 


জাল পেয়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের জেলে হারুন মল্লিক ও আমরাজুরি ইউনিয়নের সোনাপুর গ্রামের জেলে বিমল মালো বলেন, আমরা নদীতে অবৈধ জাল দিয়ে আর মাছ ধরবো না। সবসময় আমরা বৈধ জাল দিয়ে মাছ ধরবো আমরা আজকে এই অঙ্গীকার করলাম।


উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অবৈধ জলের ব্যবহার নির্মূল করে বৈধ জাল দিয়ে মাছ ধরার জন্য আমরা জেলেদের উৎসাহিত করছি।