কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ৯ জুন রবিবার সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর কাউখালী সদর ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। খেলা পরিচালনা করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর, হান্নান খান,সোহেল তালুকদার, রাজিব হোসেন,লুৎফল হক ও রফিকুর রহমান।
উদ্বোধনী খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দাশেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। উক্ত টুর্নামেন্টে কাউখালী সদর ইউনিয়নের ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।