কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সমাজসেবা কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসীন কবির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিবুল হক, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সদর ইউপি সচিব আশুতোষ মিস্ত্রী, সমাজসেবক আঃ লতিফ খসরুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতাদি নিয়ে সুবিধাভোগীদের বিষয়ে আলোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।