সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৮, ২০২৪

সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা

সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা
সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা 


শরিফুল হাসান,সালথা (ফ‌রিদপুর)প্রতি‌নি‌ধি:

"স্মার্ট ভূ‌মি সেবা, স্মার্ট নাগরিক" এই  প্রতিপাদ্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপল‌ক্ষ্যে উ‌দ্ধোধনী অনুষ্ঠান, র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


শনিবার (৮ জুন) বেলা ১০টার দি‌কে উপ‌জেলা প্রশাসন সালথা ও উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে উপ‌জেলা ভূ‌মি  অ‌ফি‌সে বেল‌ুন উ‌ড়ি‌য়ে ভূ‌মি‌সেবা সপ্তাহের উ‌দ্ধোধন করা হয়। এরপর এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালি ভূ‌মি অ‌ফিস থে‌কে শুরু হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্ব‌রে এ‌সে শেষ হয়। র‌্যালি শে‌ষে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।


সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী,মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, জাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ,সালথা থানা পু‌লি‌শের এসআই আব্দুল বাছেদ, উপজেলা প্রোগ্রাম অফিসার টিপু সুলতান প্রমুখ।


এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গসহ বি‌ভিন্ন শ্রেনী পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।


আ‌লোচনা সভায় বক্তারা স্মার্ট ভূ‌মি‌সেবা ও ভূমি মন্ত্রণাল‌য়ের ভূ‌মি সেবা সম্পর্কে আ‌লোচনা ক‌রেন, পাশাপা‌শি স্মার্ট ভূ‌মি সেবায় সবাইকে সম্পৃক্ত হওয়ার জন‌্য আহ্বান জানান। আ‌লোচনা সভায় প্রশ্ন‌ত্তো‌রের মাধ‌্যমে ভূ‌মি সেবা সংক্রান্ত বি‌ভিন্ন সমস‌্যার সমাধান করা‌ হয়।

Post Top Ad

Responsive Ads Here