পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন |
পিরোজপুর প্রতিনিধি :
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।
তিন দিন ব্যাপী এ মেলায় ১২টি স্টল রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের সবজিসহ মৌসুমী ফলের প্রদর্শনী করা হয়েছে।