বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৮, ২০২৪

বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল


পিরোজপুর প্রতিনিধি : 

প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে  স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 


আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এই বাজেট গণমুখী, এই বাজেট জনতার। শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। এসব শ্লোগানে মুখরিত হয় রাজপথ। 


জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বহু ষড়যন্ত্র হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে! জননেত্রী শেখ হাসিনাকে এদেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পালনে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে ছিল,আছে, ভবিষ্যতেও থাকবে। স্বেচ্ছাসেবক লীগ দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক টিটু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক অমিত বিশ্বাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম হাসান সহ অসংখ্য নেতাকর্মী।


Post Top Ad

Responsive Ads Here