শহর প্রতিনিধি :
ফরিদপুরে নন্দন ঋণদান সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ফরিদপুর পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দন সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ এর সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা (তনু), ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আমানুর রহমান, বিশিষ্ট নারী নেত্রী শিপ্রা গোস্বামী প্রমূখ। সভা সঞ্চালনা করেন সমিতির সদস্য মোঃ শেখ মিজানুর রহমান কোটন।
সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতিটির বিপুল সংখ্যক সদস্যরা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সমিতির বিগত বছরের পরিচালিত কার্যক্রম সূমহ উপস্থাপন, চলমান কার্যক্রম ও আগামী বছরের কর্ম পরিকল্পনা পেশ করা হয়। পরে সমিতির মূল কার্যনীতি, সংগঠনের দক্ষতার সাথে পরিচালনায় সুপারিশ ও আগামীদিনের কর্ম পরিকল্পনা সহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা (তনু)।