কাউখালীতে কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এস এ সি পি প্রকল্পের আওতায় ফল বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার ২৪ জন প্রদর্শনী কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কৃষি অধিদপ্তর পিরোজপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফারুক হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র রায়, মাইনুল ইসলাম, সাকায়েত হোসেন তুহিন, জহিরুল ইসলাম, সৈয়দ ফাহিম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ। ফল গাছের চারার মধ্যে রয়েছে আম, কুল, মালটা ও ড্রাগন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্তমানে বাজারে যে ফলের দাম তা আমাদের সবার পক্ষে ক্রয় করা সম্ভব না। তাই আমাদের নিজেদের উদ্যোগে ফলের বাগান সহ বিভিন্ন প্রকার কৃষি কাজে বেশি করে মনোযোগ দিতে হবে এবং ফসলের উৎপাদন বাড়াতে হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন,ফল আমাদের ঘাটতি পূরণ করে ও পুষ্টির অভাব পূরণ করে। ১ ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। পিরোজপুর জেলার কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, আমরা সব সময় কৃষকদের পাশে আছি। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের খোঁজখবর ও বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকে। আপনাদের কৃষি সংক্রান্ত কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের অবগত করবেন।