রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৩, ২০২৪

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন
রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন


স্টাফ রিপোর্টার: 

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।    


বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন । রায় ঘোষনার সময় আসামী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।   


মামলা সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১ টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দি গ্রামের মোঃ হাবিবুর রহমানের বসত ঘরের মধ্যে খাটের নিচে একটি মাটির জারের মধ্যে থেকে র‍্যাব-৮, ২নং কোম্পানী ফরিদপুর সদস্যরা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ০২ ।  


এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পি,পি মোঃ আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।


Post Top Ad

Responsive Ads Here