৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছর পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১৩, ২০২৪

৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছর পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার

 

৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছরের পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার
৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছরের পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার

 পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজা প্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ। 


আজ শনিবার সকালে গ্রেফতার হওয়া আব্দুল হাকিম মাতুব্বরকে পিরোজপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার। 


শুক্রবার রাতে ইন্দুরকানী থানার এস আই আব্দুল জলিল ও এ এস আই মনসুর তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনার রুপসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।


পলাতক আসামী আব্দুল হাকিম মাতুব্বর (৭০) ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত্যু সোহরাফ মাতুব্বরের ছেলে। আব্দুল হাকিম মাতুব্বর পেশায় একজন দিনমজুর।


পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাকে নয় বছরের কারাদন্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামী আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলাতক সেজে খুলনার রুপসা এলাকায় শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।


ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা নয় বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। দির্ঘদিন তিনি ছদ্ববেশে খুলনার রুপশা এলাকায় ছিলেন। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


#৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছরের পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার




Post Top Ad

Responsive Ads Here