লালন ভক্তের বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে ডিসি ও এসপি’কে স্মারকলিপি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০২, ২০২৪

লালন ভক্তের বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে ডিসি ও এসপি’কে স্মারকলিপি প্রদান

লালন ভক্তের বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে ডিসি ও এসপি’কে স্মারকলিপি প্রদান
লালন ভক্তের বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে ডিসি ও এসপি’কে স্মারকলিপি প্রদান


মোঃ হাবিবুর রহমান,কুষ্টিয়া প্রতিনিধি:

২ জুলাই ২০২৪ইং মঙ্গলবার সকালে কুষ্টিয়ার লালন শাহ মাজার গেটে লালন ভক্ত চায়না বেগমের বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী চায়না বেগম ও লালন ভক্তরা । এই সময় তিনি সু- বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। 


উল্লেখ্য গত বুধবার কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামে নিজের জমিতে বসবাস করছিলেন । কিন্তু এলাকার মৌলবাদী কিছু চক্র ও সমাজ প্রধানদের ইন্ধনে বসত বাড়ী ভেঙ্গে মাটির সাথে মিশে রাখেন এবং বাড়ীর গাছপালা সব কেটে এই লালন ভক্ত চাইনাকে বিতাড়িত করেন । 


পরে এই নারী তার লালন সাঁইজির ভক্তদের জানালে প্রথমে থানায় অভিযোগ করেন । পরে আসামীরা থানায় এসে দোষ স্বীকার করে ক্ষমা চান ও লালন ভক্তের বাড়ী পূনরায় আবার সুন্দর করে নির্মান করে দেওয়ার শর্তে আপোষ করে থানা ।


Post Top Ad

Responsive Ads Here