থানায় সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার জন্য পুলিশ অপেক্ষা করছে- ফরিদপুরের এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১২, ২০২৪

থানায় সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার জন্য পুলিশ অপেক্ষা করছে- ফরিদপুরের এসপি

 


ফরিদপুর প্রতিনিধি : 

প্রত্যেক সেবা প্রত্যাশীদের আহ্বান জানাচ্ছি, সেবা দেওয়ার জন্য ফরিদপুর পুলিশ অপেক্ষা করছে। বিগত দিনে যেভাবে পুলিশের পাশে থেকে সহযোগিতা করেছেন, সামনের দিনেও সহযোগিতা করে পুলিশের পাশে থাকবেন। 


সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান ফরিদপুরে পুলিশ সুপার মোঃ মোরশেদ আলম। 


তিনি বলেন, গত ৫ তারিখ থেকে এ পর্যন্ত কোন অপরাধী, সুযোগ সন্ধানী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ কোন অন্যায় কাজ করে থাকেন এসকল প্রতিটি কাজের আইনগত ব্যবস্থা ফরিদপুর পুলিশ নিয়ে থাকবে। এখন থেকে কোন অন্যায় কাজ কেউ করার চেষ্টা করবেন না। আর করলে ফরিদপুর পুলিশ বসে থাকবে না। আর অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।  


তিনি আরো বলেন, আমাদের তিনটি থানা একদম জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আমাদের অস্ত্রসহ বিভিন্ন মামলার নথিপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা কখনই থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ করিনি। আমরা দুই একটা দিন সময় নিয়েছি সবকিছু প্রস্তুত করার জন্য। আমরা এখন থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছি থানার অভ্যন্তরীণ সেবা ও বাইরের নিরাপত্তা বিষয়ক সেবা দেওয়ার জন্য। পুলিশ প্রতিটি মানুষের সেবা দেয়ার জন্য প্রস্তুত। এখন থেকে দল-মত ও ছাত্র সমাজকে নিয়ে সকল প্রকার অপরাধকে নিবারণ করব এবং আমরা স্বাভাবিক জীবন যাপনে ফেরত আসবো। 


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মোঃ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি মোঃ হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদিকরা। 



এদিকে আজ বিকেল তিনটার সময় ফরিদপুর পুলিশ লাইন্স থেকে পুলিশের পোশাক পরিহিত প্রত্যেকটি সদস্যদের অংশগ্রহণে একটি রেলি বের করা হয়। এতে পুলিশসহ জেলার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ‌ 

Post Top Ad

Responsive Ads Here