ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস সেনাবাহিনীর কর্মকর্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৯, ২০২৪

ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস সেনাবাহিনীর কর্মকর্তার

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল আমিন শেখ। শুক্রবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে ফরিদপুর হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।


এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে  সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তাকে জানানো হয় জেলার সার্বিক পরিস্থিতি। এ সময় তিনি ধৈর্য ধরে তাদের কথা শুনেন এবং পরিস্থিত উত্তরণে করণীয় ভূমিকা নেবেন বলে তিনি জানান।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সত্যজিৎ মুখার্জী, জেলা পূজা কমিটির সহ-সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, সুকেশ সাহা, সঞ্জিব দাস, যুগ্ম সম্পাদক অজয় কুমার রায়, দপ্তর সম্পাদক এডভোকেট তুষার কান্তি, শহর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, কোতোয়ালী পূজা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, খ্রিষ্টান মিশনের প্রধান পল বিশ্বাস, ফরিদপুর শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীসহ ফরিদপুর ইসকনের প্রধান, ফরিদপুর খ্রিস্টান মিশনের প্রধান, সঞ্জয় কর্মকার প্রমুখ‌।


পরে তিনি ফরিদপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় টহল জোরদার ও যে কোন প্রয়োজনে তাকে জানানোর অনুরোধ করেন। 

Post Top Ad

Responsive Ads Here