পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমাজ কল্যাণ পরিষদ এর চেক বিতরন |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা সমাজসেবা থেকে নিবন্ধিত ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ৮ লাখ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের, সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃশওকত হোসেন গাজী প্রমুখ।