ভোলায় অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ায় এনজিও কর্মী চাকুরিচ্যুত - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

ভোলায় অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ায় এনজিও কর্মী চাকুরিচ্যুত

ভোলায় অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ায় এনজিও কর্মী চাকুরিচ্যুত
ভোলায় অসহায় পরিবারের গরু নিয়ে যাওয়ায় এনজিও কর্মী চাকুরিচ্যুত


একে এম গিয়াসউদ্দিন ,ভোলা:

ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক অসহায় পরিবারের গাভী নিয়ে যাওয়া গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করা হয়েছে। 


আজ২২ সেপ্টেম্বর রোববার সংস্থাটির এডি জাকির হোসেন মঈন তাকে চাকুরিচ্যুত করার নোটিশ দিয়েছেন। 


সুত্র জানায়, চরফ্যাশন উপজেলার  দক্ষিণ আইচা থানা শাখার গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম ৭০ হাজার টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে ১৭৫০ টাকা করে কিস্তি দিতে হয় তাকে। কিস্তির টাকা দিতে দেরি হওয়ায় শনিবার ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে যায় ওই মাঠকর্মী।


এনজিওর সদস্যরা জানান, কুলসুম বেগম টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (এনজিও) দক্ষিণ আইচা ম্যানেজার সামীম আহমেদের নির্দেশক্রমে মাঠকর্মী হাসিনা কিস্তির টাকা উদ্ধার করতে একটি গরু নিয়ে যান। কিস্তিতে টাকা নেওয়া ব্যক্তির সঙ্গে এমন অমানবিক কাজ করায় সেই মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করেছেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিওর) ইডি মো. জাকির হোসেন মঈন।


গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ভোলা জেলার পরিচালক হুমায়ুন করিব বলেন, নিয়মানুযায়ী যে কর্মী গ্রামে কিস্তির ওপর টাকা দিবে, সেই কর্মী ঠিকমতো টাকা না উত্তোলন করতে পারলে যথাসময়ে তার বেতন থেকে কর্তনের হুঁশিয়ারি দেওয়া হয়। ওই ভয়ে মাঠকর্মী কিস্তির টাকা উত্তোলন করতে না পেরে গরু নিয়ে এসেছেন। তবে এটা তিনি ঠিক করেননি।