পিরোজপুুরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক দাখিল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকগণের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলি পেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় জেলা প্র্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টা এ ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষ হলে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর কাছে স্মারকলিপি পেশ করে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ । এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।