রাঙ্গামাটি সরকারী চাকরিতে ৫শতাংশ কোটা ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

রাঙ্গামাটি সরকারী চাকরিতে ৫শতাংশ কোটা ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবী

রাঙ্গামাটি সরকারী চাকরিতে ৫শতাংশ কোটা ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবী
রাঙ্গামাটি সরকারী চাকরিতে ৫শতাংশ কোটা ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবী


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

সরকারী চাকরিতে ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫শতাংশ কোটা, নিজস্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।


মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারন সম্পাদক সৌমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিচিং মারমা।


এর আগে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবির লেখা প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে।