ভোলায় প্রেমের বলিতে ৪ দিন পরে লাশ হয়ে ভেসে এলো প্রেমিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪

ভোলায় প্রেমের বলিতে ৪ দিন পরে লাশ হয়ে ভেসে এলো প্রেমিকা

ভোলায় প্রেমের বলিতে ৪ দিন পরে লাশ হয়ে ভেসে এলো প্রেমিকা
ভোলায় প্রেমের বলিতে ৪ দিন পরে লাশ হয়ে ভেসে এলো প্রেমিকা 


একে এম গিয়াসউদ্দিন,ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে প্রেমের বলিতে ৪ দিন পর  বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরে লাশ হয়ে ফিরে এলো প্রেমিকা। 


বুধবার  (২৫ সেপ্টেম্বর) মেঘনা নদীর বেতুয়া জিও ব্যাগের সাথে লাশ হয়ে আটকে থাকা এক অজ্ঞাত পরিচয়ের তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


চরফ্যাশন থানা পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, অনুমান ২১ বছর বয়সী মেরুন রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত ওই তরুনীর মরদেহ জোয়ারে ভেসে এসে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষা বাধের জিও ব্যাগের সাথে আটকে যায়। সকালের জোয়ারের যেকোন সময় মরদেহটি ভেসে আসছে বলে ধারনা করা হচ্ছে। দুপরে স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা মেঘনার তীরে জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহটি দেখে থানা পুলিশেকে খবর দেন। পরে থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।


চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মেঘনার তীর থেকে ওই তরুনীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।প্রথমে  নাম পরিচয় জানা যায়নি।অনলাইন মিডিয়া,  সাংবাদিক ও দেশের বিভিন্ন থানায় ওই তরুনীর ছবি সম্প্রচারিত হলে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ৯নং ওয়ার্ডের পিতা জাহাঙ্গীর হোসেন মাতা -কুলসুম বেগমের মেয়ে বলে জানা যায়। বাবা ও মায়ের ভাষ্য মতে তাদের মেয়ে জোসনা বেগম (২১) তাদের অজান্তে মানিক নামে এক ছেলের সাথে জোসনার প্রেমের সম্পর্কের দরুন গত ৪ দিন পুর্বে পালিয়ে যায়।অনেক খোঁজা নিয়ে পাওয়া যায় নি।  বুধবার চরফ্যাশন মেঘনায় বেতুয়া লঞ্চঘাটে জিও ব্যাগের উপরে লাশের সন্ধান পেলেও মানিক নামের ঐ লম্পটের সন্ধান পাওয়া যায় নি।


প্রেমিক মানিক কে গ্রেফতার করতে পারলেই সকল তথ্য বেড়িয়ে আসবে বলে মত দিয়েছেন এলাকাবাসী। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here