সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতীকী কর্মবিরতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতীকী কর্মবিরতি

সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতীকী কর্মবিরতি
সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতীকী কর্মবিরতি


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

খাগড়াছড়ি সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাঙামাটির স্থানীয় গণমাধ্যম কর্মীরা।


সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

কর্মবিরতি চলাকালে দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের  মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতারা।  


কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি দেন পুলিশ সুপারকেও।


কর্মবিরতি অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here