পুনাক সভানেত্রী'কে কুষ্টিয়া জেলা পুলিশের সংবর্ধনা প্রদান |
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
বুধবার (০৯ অক্টোবর’২৪ খ্রিঃ) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়া‘র নবাগত সভানেত্রী হোসনা লায়েল (সহধর্মিনী পুলিশ সুপার ,কুষ্টিয়া) এর কুষ্টিয়ায় আগমন ও পুনাকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইন্স্ এর পুনাক সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে নবাগত সভানেত্রীকে পুনাক, কুষ্টিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তুনাজ্জিনা শাহারীন (সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার,অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), সহ-সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌমিতা সাহা (সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্), সাধারন সম্পাদক পুনাক, কুষ্টিয়া, ফারজানা আফরোজ (সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), মিডিয়া সম্পাদক পুনাক, কুষ্টিয়া, সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়াসহ পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ। পরবর্তীতে পুনাক সভানেত্রী কুষ্টিয়া পুনাকের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুনাক সদস্যদের সাথে মতবিনিময় করেন ।