বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: সাড়ে ৩ ঘন্টা পর চলাচল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকাল পৌনে ১০টায় ট্রেনটি উপজেলার সান্তাহার স্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পর আউটার সিগন্যালের কাছে পৌঁছালে এ ঘটনাটি ঘটে। বিকল্প ইঞ্জিন এনে আটকে থাকা ট্রেনটি ফের রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস অন্তঃনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছানোর পর ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ৩ ঘন্টা ৪৫ মিনিট পর ঈশ^রদী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি ফের রাজশাহী অভিমুখে ছেড়ে যায়।
ট্রেন যাত্রী আশিকুজ্জামান বলেন, তাঁর মাকে নিয়ে জরুরী কাজে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। কিন্তু সময় মতো যেতে পারবেন না বলে তিনি ওই ট্রেন থেকে নেমে বিকল্প পথে রওনা হন। আরেক যাত্রী আতোয়ার হোসেন বলেন, তাঁর সাথে একজন রোগী আছে। তাকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাচ্ছিলেন। তিন ঘন্টা বিলম্ব হওয়ায় তিনি ভোগান্তিতে পড়েছেন।
সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বরেন্দ্র এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন এনে চলাচল স্বাভাবিক করা হয়।