ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

 

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে নগরকান্দা উপজেলার রসুলপুর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তর। এসময় অনিয়মের ঘটনায় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান।


ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, রসুলপুর বাজারে পেঁয়াজ আড়তে ব্যবসায়ী মাসুদ শেখকে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা, গৈারঙ্গ মণ্ডলকে এক হাজার টাকা এবং হাফিজুল শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ কম ছিল। কৃষক পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ১২৫ টাকা এবং খুচরা ১৩০ টাকা বিক্রি হচ্ছে। এলসি পেঁয়াজ চকবাজারসহ বিভিন্ন বাজারে খুচরা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here