ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই
ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়ে আটকে রাখে স্থানীয়রা। পরে খরব পেয়ে কোতয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে।


আটক পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) সম্প্রতি কোতয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদল হলেও চাকরিতে অনুপস্থিত। অপরজন হলো শহরের আলিপুর এলাকার আারাফত রহমান আগুন (২৮)।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।


আটকের বিষয় নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে।


আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। এর দুদিন পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। সেখানে যোগদান না করে তিনি অনুপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here