ফরিদপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ফরিদপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

ফরিদপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
ফরিদপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কাটা লাশ উদ্ধার  হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুই ছেলে ও ৯ মাসের একটি মেয়েসন্তান রয়েছে।


নিহতের স্বামী আরিফ চৌধুরী  বলেন, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকেন।আমি তার ডাকে ঘুম থেকে উঠে দেখি, আমার স্ত্রী পাশে নেই।


আমার শিশুমেয়েটি তখনো কাঁদছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রীর গলা কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।


দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কে বা কারা কী কারণে আমার স্ত্রীকে হত্যা করেছে তা, বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না। 


বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল  বলেন, খবর পেয়ে পুলিশ  গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।


Post Top Ad

Responsive Ads Here