লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় নারীসহ আহত ৩ জন |
সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় তানিয়া, সপ্না ও তাঁর ছোট ভাই প্রবাসী তোহা আহত হয়েছেন।শুক্রবার ২৫ শে অক্টেম্বর ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন ১নং ওয়ার্ডের আঠিয়া তলী কসাইবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তানিয়া আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় ৭ জনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, বিপ্লব, বাবুল, আরিফ, মানিক,রিনা, শিখা, রিমু সহ অজ্ঞতনামা কয়েকজন।
সরজমিনে গিয়ে ও মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা তানিয়া আক্তারে ক্রয়কৃত জমি থেকে নারিকেল, সুপারি পেড়ে নিয়ে যায়। ঘটনার দিন তারা লোকজন নিয়ে প্রকাশ্যে নারিকেল পেড়ে লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ভোক্তভোগি বাড়িতে গিয়ে নারিকেল পাড়ার বিষয়টি জিজ্ঞাস করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে তানিয়া, উপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাঁর ছোট তোহা বাবী স্বপ্না এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে আসামিরা। এসময় আসামিরা তাদের কাছে থাকা ১,১০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যার। পরে স্থানীয় এলাকাবাসী আহত তানিয়া ও তাঁর ভাইকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিখেকোরা।
এছাড়া দীর্ঘদিন যাবত জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ নুরু আলম গংরা একই বাড়ির অন্য লোকদের সম্পক্তিও জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় জবর দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর মডেল থানার (ওসি) আব্দুল মুন্নাফ জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষই থানায় এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।