সালথায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

সালথায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

সালথায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
সালথায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে ফরিদপুরের সালথায় গণসমাবেশ করেছে জামায়াত ইসলামি। 


মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।  


সালথা উপজেলা জামায়াত ইসলামির আমীর অধ্যাপক মাওলানা মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আজিজুর রহমানের পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি (ফরিদপুর অঞ্চল) কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য প্রফেসর মো. আব্দুত তাওয়াব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের নায়েব আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ,সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, বায়তুল মাল সেক্রেটারি মো. ফারুক হোসেন, অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান, জেলা মজলিসে শুরা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামির শুরা সদস্য মো. সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা মো. সোহরাব হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মো. ওবায়দুল্লাহ,  সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জিএস মো. মাহ্ফুজুর রহমান লিটন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব সিদ্দিকী নসরু মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবু ছায়েম মোল্যা, সালথা বাজারের ব্যবসায়ী মিঞা মো. লিয়াকত হুসাইন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ইসলামি ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত। 


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আব্দুত তাওয়াব বলেন, কোরান সুন্নাহভিত্তিতে সমাজ কে পরিচালিত করা যায় এর জন্য ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আজকে স্বাধীনতার ৫৩ বছর চলে গেল আমাদের দেশে কোন জাতীয় ঐক্য সৃষ্টি হয় নাই। কোন সরকার জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে নাই। আমি মনে করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশে ৯৫% মসুলমান চালচলন চিন্তাচেতনার উপর ভিত্তি করে এদেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে জামায়াত ইসলামি সেই চিন্তা করে যাচ্ছে । তিনি আরও বলেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখনো যারা আওয়ামী লীগের দোসরা রয়ে গেছে ঘাপটি মেরে বসে আছে শাসনতন্ত্রের ও সচিবালয়সহ সব জায়গায় বসে আছে এই জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে তারা যেন আমাদের ক্ষতি করতে না পারে। 




Post Top Ad

Responsive Ads Here