ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ

ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ
ফরিদপুরে অবৈধ মজুদ করা ৪ হাজার বস্তা সার জব্দ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের নদী বন্দর সিএন্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিএন্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে সিএন্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেন। এসময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, সিএন্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড়ের গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযান কালে গোডাউন মালিককে পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ফরিদপুর নৌ পুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা কার্গোতে খেয়াল রাখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব রয়েছি আমরা।



 

Post Top Ad

Responsive Ads Here